এক নাজরে মাদরাসা
গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় আপনাকে স্বাগতম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক এমপিওভূক্ত একটি প্রতিষ্ঠান গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। অত্র এলাকার গদাইরচর চৌধুরী বাড়ির কৃতি সন্তান জনাব আলহাজ্ব মো: ইমাম উদ্দীন চৌধুরী এবং জনাব আলহাজ্ব মো: বশিরউল্লাহ চৌধুরী দুজনের একান্ত প্রচেষ্টায় ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল উক্ত গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। দীর্ঘ ৪৮ বছর কর্তৃপক্ষের একান্ত আন্তরিকতায় শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টায় সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে উক্ত প্রতিষ্ঠান।
মহান আল্লাহ রাব্বুল আলামীনের অনুগ্রহ কিছু নেকবান্দার দু’আ নিষ্ঠাবান মানুষের সহযোগিতা এবং মেধাবী ও পরিশ্রমী শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতায় মাদ্রাসার লেখাপড়া ও আমলী পরিবেশ ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য দেয়ালিকা প্রকাশ, সাপ্তাহিক জলসা, কুইজ প্রতিযোগিতা, বিষয় ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। হক্কানি নায়েবী নবী ও যোগ্য আলেম গঠন করার লক্ষ্যে ছাত্রদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের পাশাপাশি যিকর, আওয়াবিন, ইশরাক, কিয়ামুল লাইল ও তরবিয়াতের ক্লাস নিয়মমিত চলছে। সুন্নত তরিকায় আমলের জন্য ঢিলাকুলুখ, পাগড়ি, সুন্নাতি লেবাস ও মেসওয়াকের চচার্ করার প্রচেষ্টা চলছে। রাব্বুল আলামীনের আলীশান দরবারে বিনয়ের সাথে হৃদয়ের গভীরতম স্থান থেকে দুআ করি সকলের খেদমত কবুলিয়াতের। গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা সংশ্লিষ্ট জীবিত ও মৃত ব্যক্তিবর্গ পরকালেও যেন অর্জন করে শ্রেষ্ঠত্ব ও সম্মানিত স্থান জান্নাতুল ফিরদাউস, এই কামনা করেই শেষ করলাম আজকের কলম।
দোয়া প্রার্থী
আবু জাফর মো: ছালেহ